Sunday, January 20, 2019

জ্বর সর্দী আর ননস্টপ কাশি নিয়ে বছর শুরু করলাম

জ্বর সর্দী আর ননস্টপ কাশি নিয়ে বছর শুরু করলাম। আমার বছর তো এই দিনটা থেকেই শুরু হয়, ৩জানুয়ারি।
দু বছর আগে বলেছিলাম আমি আসলে একজন ব্যর্থ মানুষ কারণ আমার সেল্ফ স্যাটিসফিকশান নেই। কিন্তু আজ আমি জানি আমার আত্মতৃপ্তি যথেষ্টই আছে। আজ আমি জানি আমি একজন খুব ভালো যোদ্ধা, আমি একজন সফল যোদ্ধা।
আর আমি শুধু জানি যে মানুষগুলো আমাকে কষ্ট দ্যায়, তাদেরকে আমি রাখবো না জীবনে।
সৃষ্টিকর্তা তার মমতা আমার দিকে ঢেলে দেবেন এই আশা মনে রেখেই বছর শুরু করছি। যেনো বরাবরের মতন সত্য কথা বলে যেতে পারি, সৎ থাকতে পারি, মানসিকভাবে শক্ত থাকতে পারি। আর সারাক্ষণ হাসি রোগটা যেন আমার না সাড়ে।
সকলের জীবন সহজ হোক।

post written by:

Related Posts

1 comment: