বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কেউ চাইলে মুখোশ হাতে রাখতে পারবেন বলে জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘সারাদেশে নববর্ষের অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। অনুষ্ঠানস্থল চারুকলা, রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রবীন্দ্র সরোবরের মতো জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ও বিশেষ তল্লাশির ব্যবস্থা থাকবে।’আজ বুধবার সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হবে। নববর্ষের অনুষ্ঠানে ইভটিজিংসহ সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নববর্ষ উপলক্ষে কূটনৈতিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেখানে অনুষ্ঠান হবে সেখানে কঠোর নজরদারী থাকবে। অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় আনা হবে।এক প্রশ্নের জবাবে কামাল বলেন, কোথাও কোনো নাশকতার খবর তারা পাননি। ‘তবে নাশকতার বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো। কঠোর গোয়েন্দা নজরদারী থাকবে।’
0 comments: