Friday, March 8, 2019

যেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!



চারটি বছর পর” আবারো মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ! আর মাত্র ৯১দিন পরই ইংল্যান্ড ওয়েলসে বসবে” ওয়ার্ল্ড কাপ আসর। যেখানে অংশ নিবে, ১০ দেশের ১০ দল: মাসখানেকের মধ্যেই ঘোষণা হবে” বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড।
চলুন দেখি বিশ্বকাপকে সামনে রেখে“ কেমন হতে পারে এবারের বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড!

বিশ্বকাপ সামনে রেখে! অনেক টাইগার ক্রিকেটারই, প্রস্তুত হচ্ছেন ইংল্যান্ডের বিমান ধরার জন্য….? কার থেকে কে ভালো পারফর্ম করতে পারে”” সেই নিয়ে লড়াই হচ্ছে জুনিয়রদের মধ্যে।যতটুকু শোনা যাচ্ছে” নিউজিল্যান্ডের সাথে খেলা ওয়ানডে দলটাই: ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা দিবে। শুধু ইনজুরি কাটিয়ে সাকিব ফিরলে” কপাল পুড়তে পারে একজনের…?
ওপেনিংয়ে তামিমের সাথে থাকছেন! নিউজিল্যান্ডের সাথে টেস্টে দুরন্ত শতক মারা” সৌম্য সরকার। ইংল্যান্ডে মতো কন্ডিশনে” বড় রান করার সামর্থ্য আছে সৌম্যর”” তামিমের সাথে বড় জুটিও বাধতে পারেন তিনি।
তিনে থাকছেন ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরা সাকিব…? ফিরলেই তিন নম্বর পজিশনে” ব্যাট করার দায়িত্ব নিবেন! উইন্ডিজ সফর থেকেই: তিনে ব্যাটিং করছেন সাকিব„ সফলও হচ্ছেন প্রতিনিয়ত।

মিডল অর্ডারে আছেন” মুশফিক মিথুন! দু’জনেই দলের কঠিন বিপদের সময়” ব্যাট হাতে দলের দায়িত্ব সামলান…? দু’জনেই আছেন দারুণ ফর্মে! তাই মুশফিকের সাথে মিডল অর্ডার সামলাবেন মিথুন!ফিনিশিং দেয়ার দায়িত্বটা পড়েছে। সাব্বির মাহমুদুল্লাহর উপর” এই দুইজন শেষে ঝড় তুলে! দলকে বড় সংগ্রহ এনে দিবেন“ রিয়াদ দলের হয়ে সবসময়ই পারফর্মার… দলের বিপদ দেখলে জ্বলে উঠেন, আর সাব্বির ৪মাস পর দলে ফিরেই„ নিউজিল্যান্ডের সাথে ওয়ানডেতে! ঝড় সেঞ্চুরি মেরেছেন” সেই সাথে ইংল্যান্ডে যাওয়ার টিকিটাও। সেঞ্চুরি মেরেই কেটে ফেলেছেন সাব্বির…?


পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন যাচ্ছেন” দলের হয়ে বিশ্বকাপ খেলতে! এটা প্রায়ই নিশ্চিত: একটি পেস বোলিং অলরাউন্ডারই, ম্যাচের মোর ঘুরিয়ে দিতেন পারেন। সেটা ব্যাট দিয়ে বা বল দিয়েই হোক””মাশরাফি বিন মুর্তজা! বল হাতেই বেশি পারদর্শী: মাঝেমধ্যে ব্যাটিংয়েও দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। এটাই তার শেষ বিশ্বকাপ” হয়তো ইংল্যান্ড থেকেই বিদায়ের সুর ভেসে আসবে“ আসছে ইংল্যান্ড বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল।

পেস এট্যাকে থাকছেন! কাটার মাস্টার মুস্তাফিজ” আর গতির বল দিতে থাকছেন রুবেল: ফিজ পেস আক্রমণে সাম্প্রতিক সময়ে” বাংলাদেশের সবচেয়ে ভালো বোলার। তার দিকে চেয়ে পুরো দেশ…? রুবেলও কম যান না। গতি দিয়ে, প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন” এই গতির তারকা: বিশ্বকাপের সেরা একাদশে থাকছেন এই দুইজন।তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী মিরাজ, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন,

Previous Post
Next Post

post written by:

0 comments: