সব সময় একই রকমভাবে শাড়ি পরে বোর হয়ে গেছেন ? আর কয়েকদিন পরেই ঈদ। এই ঈদে নতুন স্টাইলে শারি পড়ে আপনি হতে পারেন আরো আকর্শনীয়। আজকে রইল চার ধরনের শাড়ি পরার স্টাইল, যা পরতেও খুব সোজা আর দেখতেও স্টাইলিশ | সামনেই কালী পুজোর রাতে একটু অন্য স্টাইলের শাড়ি পরে সবাইকে চমকে দিন |সামনে আঁচল স্টাইল: যদি আপনার শাড়ির আঁচলে ভারী কাজ করা থাকে তা হলে এই ভাবে শাড়ি পরলে খুব ভাল দেখাবে | নর্মাল শাড়ি যেমন ভাবে পরেন সেই ভাবে পরে নিন | এরপরে যেমনভাবে বাঁ দিকে আঁচল নেন সেইভাবে নিন | এইবার আঁচলে প্লিট করে নিন | প্লিট করা আঁচল এইবার বাঁহাতের তলা দিয়ে ঘুরিয়ে সামনে করে নিন | যেখানে যেখানে দরকার মনে হবে সেফ্টি পিন লাগিয়ে নিন | শাড়ির আঁচলটা কিন্তু কোমরে না গুজে সোজা খুলে রাখুন | প্রথম ছবিতে যেভাবে আছে সেইভাবে | এই শাড়ি পরার স্টাইল ক্যারি করতে সোজা আর দেখতেও খুব স্টাইলিশ লাগবে |
হাফ শাড়ি স্টাইল: প্রথমে যেভাবে শাড়ি পরেন সেইভাবে পরুন তারপর আঁচলটা প্লিট করে পিছনদিক থেকে বাঁ কাঁধের ওপর থেকে আনুন এবং সেফ্টি পিন লাগিয়ে নিন |এইবার আঁচলের একটা কোণা কোমরে টাইট করে পেঁচিয়ে নিন | আঁচলটা লম্বা রাখবেন যাতে সামনে থেকে দেখতে V shape হয় | কুঁচি যেন এই V shape আঁচলের নীচে থাকে | যদি বুঝতে না পারেন তাহলে দ্বিতীয় ছবি দেখুন বুঝতে পেরে যাবেন | এইভাবে শাড়ি পরলে অনেক রোগা লাগে কিন্তু |
কুর্গি টুইস্ট: যেমন নর্মাল শাড়ি পরে সেইভাবে পরে নিন | এইবার আঁচল পেঁচিয়ে নিন | ব্লাউজ আর শাড়ি সেফ্টি পিন দিয়ে লাগিয়ে নিন | এইবার আঁচলের একটা কোণা একটু প্লিট করে বাঁ কাঁধের ওপর ফেলে দিয়ে পিন আটকে নিন | এইবার ছোট ছোট প্লিট করে নিন আর পিন দিয়ে আটকে নিন | একটা ব্রোচ লাগি নিন | তৃতীয় ছবি দেখুন |
লেহেঙ্গা শাড়ি: অনেকে লেহেঙ্গা পরতে পছন্দ করেন | তারা শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইল শাড়ি পরতে পারেন | শাড়ি ছোট ছোট কুঁচি করে পেটিকোটে গুঁজতে হবে | কোমরের চারদিকে প্লিট করে গুঁজুন | যত ছোট প্লিট হবে তত কিন্তু ঘের বাড়বে আর লেহঙ্গার মত দেখতে লাগবে | বাকি শাড়ি মানে আঁচলটা ডান কাঁধের ওপর দিয়ে আনুন | পিন আটকে নিন | আঁচলে প্লিট করতে পারেন বা এমনিও রাখতে পারেন | চতুর্থ ছবি দেখুন |
এবারের ঈদে এইভাবে নতুন ধরনের শাড়ি পরে সাজের স্বাদবদল করুন আর আপনি হয়ে যান স্টাইলিশ |
0 comments: